Shahinul Islam
“শিক্ষাই জাতির মেরুদন্ড”- এ ধ্রব সত্যকে অন্তরে ধারণ করে যে জাতি যত শিক্ষার আলোতে অলোকিত হয়েছে, প্রথিবীতে আজ তারাই তত উন্নত, সমৃদ্ধ ও সম্মানিত। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এবং তারাই একদিন দেশ ও জাতিকে নেতৃত্ব প্রধান করবে। তাদের সঠিক শিক্ষায় শিক্ষিত ও আলোকিত করা হলে তারা দেশের আদর্শ।